স্পোর্টস ডেস্কঃ ব্রিসবেন টেস্টে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারতীয় দল। দলের সেরা ক্রিকেটারদের ছাড়াই তারা ৩ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। গত বারের সিরজটাও এই ভারতই জিতেছিল। এমন জয়ে পুরো ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ার বইছে। সেই জোয়ারের ঢেউ গিয়ে লেগেছে ফুটবল অঙ্গনেও। এই ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন ইংলিশ ফুটবল সুপারস্টার হ্যারি কেন থেকে শুরু করে জার্মান ফুটবল জিনিয়াস থমাস মুলার।
ফুটবলাররা যখন ক্রিকেটের খবর রাখেন, তখন ব্যাপারটা আর ছোট থাকে না। কারণ জনপ্রিয়তা আর ব্যাপ্তির তুলনায় ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক পিছিয়ে আছে। আসলে ভারত অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তার সুবাদে ফুটবল অঙ্গনেও পৌঁছে গেছে ক্রিকেট। হ্যারি কেন টুইটারে লিখেছেন, 'ভারতের অবিশ্বাস্য টেস্ট সিরিজ জয়! প্রতিটি টেস্ট ম্যাচ দেখাটাই যেন ভীষণ রোমাঞ্চকর!' অন্যদিকে বিরাট কোহলির টুইট শেয়ার করে থমাস মুলার লিখেছেন, 'অভিনন্দন!'