স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের মাঠে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো। পুলিশ এফসির রক্ষণে আজ তিনি একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে মিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। এর আগে তারা উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়েছিল বসুন্ধরা কিংসের ফরোয়ার্ডরা। দ্বিতীয় মিনিটে মাশুক মিয়া জনির দূরপাল্লার শট ধরে ফেলেন পুলিশের গোলকিপার। পরিকল্পিত আক্রমণ থেকে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় সদ্যই ফেডারেশন কাপের শিরোপা জেতা বসুন্ধরা কিংস। বেসেরার শট নেহাল ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল কোনাকুনি শটে জালে জড়ান রবিনহো।