News71.com
 Sports
 19 Jan 21, 07:34 PM
 554           
 0
 19 Jan 21, 07:34 PM

সফররত উইন্ডিজ দলের অধিকাংশই সাকিবদের অচেনা

সফররত উইন্ডিজ দলের অধিকাংশই সাকিবদের অচেনা

 

স্পোর্টস ডেস্কঃ আসন্ন হোম সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের জন্য একমাত্র অস্বস্তির বিষয় হচ্ছে ক্যারিবীয় এই খেলোয়াড়দেরকে বলতে গেলে কোনো ধারণা নেই বাংলাদেশি খেলোয়াড়দের। জানা নেই তাদের সামর্থ্য ও দূর্বল দিক। আধুনিক ক্রিকেটে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে জানা না থাকলে তাদের মোকাবেলা করাটা কঠিন হয়ে পড়ে।

 

ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৫ ম্যাচে জয়ের ধারায় রয়েছে টাইগাররা। ২০১৮ সালে নিজ মাঠে অনুষ্ঠিত ২ ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সফরে ওয়ানডে সিরিজে টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে। ওই সময় পূর্ণ শক্তির ক্যারিবীয় দল এসেছিল বাংলাদেশ সফরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন