স্পোর্টস ডেস্কঃ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা জয়। ব্রিসবেনে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্রিকেটবোদ্ধারা এই ম্যাচটিকে অমরত্বের মর্যাদা দিচ্ছেন। আর ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পরেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেটারদের ৫ কোটি রুপি বোনাস দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী নিজেই সোশ্যাল সাইটে প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছেন।
আজ দুপুরে প্রিন্স অব ক্যালকাটা টুইটারে লিখেন, 'দুর্দান্ত স্মরণীয় জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি রুপি বোনাস ঘোষণা করা হচ্ছে। তবে এই জয়ের মূল্য অপরিসীম। সফরকারী দলের প্রত্যেকে দারুণ খেলেছ।'