স্পোর্টস ডেস্কঃ কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে পিএসজি। তাদের দুই তারকা প্লেয়ার নেইমার এবং এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ২০২২ সালের জুনে। চলতি মৌসুমটা শেষ হলে আর মাত্র এক বছরের চুক্তি থাকবে। এই এক বছরের মধ্যেও যদি এই দুজনের সঙ্গে নতুন চুক্তি করতে না পারে তাহলে পরের মৌসুমে তাদের ফ্রিতেই ছাড়তে হবে পিএসজিকে।
তবে পিএসজি স্বাভাবিক ভাবেই সেই রিস্ক নিবে না। তারা নেইমার-এমবাপ্পেকে চাপ দিবে চুক্তির জন্য। না হলে তাদের ছেড়ে দিবে চলতি মৌসুম শেষেই।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো অবশ্য সাফ জানিয়ে দিলেন, 'দুই তারকাকে ধরে রাখতে চান তারা; তবে সেজন্য কোনো অনুরোধ করা হবে না। তারা থাকতে চাইলে থেকে যাবে। তবে যেতে চাইলে বাধা দেওয়া হবে না।'