News71.com
 Sports
 18 Jan 21, 02:35 PM
 443           
 0
 18 Jan 21, 02:35 PM

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল ইংল্যান্ড, ম্যাচসেরা জো রুট

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল ইংল্যান্ড, ম্যাচসেরা জো রুট

 

স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র ৭৪ রান। ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় জো রুটের দল।

 

জনি বেয়ারস্টো ৩৫ ও ড্যান লরেন্স ২১ রানে অপরাজিত থাকেন। ১৪ রানে ৩ ‍উইকেট হারালেও অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুজন।

 

এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়। জবাবে অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪২১ রান করে। ২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে লঙ্কানরা। লাহিরু থিরিমান্নের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান করে স্বাগতিকরা। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৪ রানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন