News71.com
 Sports
 18 Jan 21, 02:32 PM
 451           
 0
 18 Jan 21, 02:32 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির বড় জয়

 

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।ইতিহাদে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন স্টোনস। জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২-এ উঠে এলো সিটিজেনরা। ডাগ আউটে একজন গার্দিওলা ছক কষলে, প্রতিপক্ষের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই।

 

টানা ৮ জয়ে অভীষ্ট লক্ষ্যের হাত ছোঁয়া দূরত্বে এখন ম্যানচেস্টার সিটি। টেবিল টপার ইউনাইটেডসহ শিরোপার দৌঁড়ে থাকা সবার চেয়ে একটা ম্যাচ কম খেলেই আছে দুই নম্বরে। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠে পেয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিটিজেনরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন