News71.com
 Sports
 18 Jan 21, 11:23 AM
 444           
 0
 18 Jan 21, 11:23 AM

ইন্টার মিলানের কাছে হারলো রোনালদোরা

ইন্টার মিলানের কাছে হারলো রোনালদোরা

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরি আ’ লিগে ইন্টার মিলানের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোববারের রাতের ম্যাচে ০-২ গোলে হেরেছে তারা।

 

নিজেদের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই ইন্টারকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান মিডফিল্ডার। এর আগের মিনিটে বল জালে জড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল করা হয়।

 

এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন তারা। ম্যাচের ৫২তম মিনিটে ইন্টারের হয়ে গোল করেন বারেলা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ০-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন