স্পোর্টস ডেস্কঃ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য যে বিশেষ জার্সির নকশা করেছে বিসিবি, তাতে আনা হয়েছে বদল। বুকের ওপর স্পন্সর প্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে ‘বাংলাদেশ’ লেখাও। রবিবার (১৭ জানুয়ারি) রাতে দ্বিতীয় দফায় গণমাধ্যমের কাছে বিশেষ এই জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিশেষ জার্সিতে রয়েছে বিজয় উল্লাসরত মুক্তিযোদ্ধাদের ছবি, আছে স্মৃতিসৌধ এবং রক্ত-লাল সূর্য। তবে শুরুতে বুকে স্পন্সর প্রতিষ্ঠানের নাম থাকলেও ‘বাংলাদেশ’ লেখা ছিল না। জার্সিটির নকশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। অনেকেই জার্সিতে দেশের নাম না থাকায় ক্ষোভও প্রকাশ করেন।
পরবর্তীতে যুক্ত করা হয়েছে ‘বাংলাদেশ’ নামটি। তবে সমালোচনার কারণেই তা করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে বাংলাদেশের। তাছাড়া, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে পালিত হতে থাকা ‘মুজিববর্ষ’-এর ব্যাপ্তি নিয়ে আসা হয়েছে চলতি বছর পর্যন্ত।