স্পোর্টস ডেস্কঃ অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে এসেছে পাকিস্তান। জঙ্গি আক্রান্ত দেশটিতে ধীরে ধীরে আন্তর্জাতিক দলগুলো যেতে শুরু করেছে। তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ছেড়ে পাকিস্তানের দিকে রওনা হওয়ার আগে মার্ক বাউচার বলেছিলেন, পাকিস্তান যে ক্রিকেট খেলার জন্য নিরাপদ, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল পাকিস্তানে গিয়ে নিরাপত্তার বহর দেখে প্রোটিয়া দলের অনেকেই হতবাক!
১৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার জাতীয় দল। সফরকারী দলের স্পিনার তাবরেজ শামসি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে একাধিক টুইট করেছেন। প্রথম টুইটে তিনি একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তা ফাঁকা করে বিমানবন্দর থেকে প্রোটিয়া ক্রিকেটারদের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের গাড়ির সামনে যুদ্ধসাজে সজ্জিত সশস্ত্র বাহিনীর গাড়ি। আকাশে হেলিকপ্টার। ভিডিওর ক্যাপশনে শামসি লিখেছেন, 'কঠোর নিরাপত্তা ব্যবস্থা।'