News71.com
 Sports
 17 Jan 21, 12:02 PM
 681           
 0
 17 Jan 21, 12:02 PM

লিভারপুলকে হটিয়ে শীর্ষ দুইয়ে লেস্টারসিটি

লিভারপুলকে হটিয়ে শীর্ষ দুইয়ে লেস্টারসিটি

 

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট তালিকার তিনে নেমে গেল লিভারপুল। তাদেরকে সরিয়ে দুইয়ে উঠে এসেছে লেস্টারসিটি।

 

শনিবার রাতে লেস্টারসিটি ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবশ্য কোনও পরিবর্তন আসেনি। ম্যানচেস্টার ইউনাইটেড এখনও রয়েছে শীর্ষে। তবে লেস্টারসিটি লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুইয়ে আছে।

 

১৮ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৫। লিভারপুল এক ম্যাচ কম খেলে ৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৩। শীর্ষে থাকা ম্যানইউ ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে পয়েন্ট ৩৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন