News71.com
 Sports
 17 Jan 21, 12:00 PM
 409           
 0
 17 Jan 21, 12:00 PM

পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

পয়েন্ট টেবিলের শীর্ষে  পিএসজি

 

স্পোর্টস ডেস্কঃ অ্যাঞ্জার্সকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। করোনা আক্রান্ত হওয়ায় এদিন সাইডলাইনে থাকতে পারেননি কোচ মরিসিও পচেত্তিনো।

 

পিএসজি দ্বিতীয় মিনিটেই গোল খেতে বসেছিল। দারুণ এক সেভ করে সে যাত্রায় দলকে বাঁচান গোলরক্ষক কেইলর নাভাস। ৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন লেইভিন কুরজাওয়া।

 

২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৪২। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিওঁ দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে লিল তিন নম্বরে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন