News71.com
 Sports
 16 Jan 21, 10:27 PM
 457           
 0
 16 Jan 21, 10:27 PM

গল টেস্টে ডাবল সেঞ্চুরি জো রুটের

গল টেস্টে ডাবল সেঞ্চুরি জো রুটের

 

স্পোর্টস ডেস্কঃ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২২৮ রানে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। একইসঙ্গে তিনি টেস্ট ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেছেন। এই যুগলবন্দির দ্বারা তিনি রেকর্ড বইয়ে নাম তুলেছেন। কেভিন পিটারসেনের পর ইংল্যান্ডের পক্ষে দ্রুত ৮ হাজার রান পূর্ণ করেন তিনি।

 

৮ হাজার রান করতে পিটারসেনের লেগেছিল ১৭৬ ইনিংস। রুটের লাগল ১৭৮ ইনিংস। ইংল্যান্ডের সপ্তম ব্যাটসম্যান হিসেবে রুট ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। তার গড় কিন্তু সবার চেয়ে বেশি- ৪৯.০৯। দ্বিতীয়স্থানে আছেন জেফরে বয়কট। ১০৮ ম্যাচে ৪৭.৭২ গড়ে তিনি ৮১১৪ রান করেছেন। রুট হলেন এশিয়ার মাটিতে ডাবল-সেঞ্চুরি করা পঞ্চম ইংলিশ ব্যাটসম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন