News71.com
 Sports
 16 Jan 21, 10:24 PM
 420           
 0
 16 Jan 21, 10:24 PM

করোনায় আক্রান্ত পিএসজি কোচ পচেত্তিনো

করোনায় আক্রান্ত পিএসজি কোচ পচেত্তিনো

 

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। যার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আসন্ন দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।  টটেনহামের সাবেক ৪৮ বছর বয়সী কোচ পিএসজির দায়িত্ব নেন চলতি মাসের শুরুতে। পার্ক দে প্রিন্সেসে আসার মাত্র ১১ দিন ও তৃতীয় ম্যাচেই ফরাসি জায়ান্টদের শিরোপা এনে দেন তিনি। 

 

গত বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে পিএসজি। লিগ ওয়ানে শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবেন নেইমার-এমবাপ্পেরা। শুক্রবার  (২২ জানুয়ারি) দিবাগত রাতে তাদের প্রতিপক্ষ মঁপেলিয়ার। করোনা আক্রান্ত হওয়ায় এই দু’টি ম্যাচ মিস করবেন আর্জেন্টাইন কোচ।

  

পিএসজি এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তার পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন