News71.com
 Sports
 16 Jan 21, 10:18 PM
 436           
 0
 16 Jan 21, 10:18 PM

রুটের সেঞ্চুরিতে গল টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

রুটের সেঞ্চুরিতে গল টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

 

স্পোর্টস ডেস্কঃ আগেরদিন বল হাতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ অল্পতেই গুঁড়িয়ে দিয়েছেন ইংলিশ বোলাররা। এবার দ্বিতীয় দিনে রানের ফোয়ারা ছোটালেন সফরকারী দলের ব্যাটসম্যানরাও। বিশেষ করে জো রুট। সেঞ্চুরি হাঁকানো এই ইংলিশ অধিনায়ক ছুটছেন ডাবলের দিকে। আর তাতে ভর করে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসে গেছে ইংল্যান্ড।

 

গলে শুক্রবার (১৫ জানুয়ারি) টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। এখনই শ্রীলঙ্কার চেয়ে ১৮৫ রানে এগিয়ে আছে সফরকারীরা। বৃষ্টি বাগড়ায় আগেভাগেই দিনের খেলা শেষ না হলে সংখ্যাটা যে আরও বেশি হতো সন্দেহ নেই।

 

দিনের শুরুতেই ফিফটির দিকে ছুটতে থাকা জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু ধাক্কাটা গায়েই লাগতে দেননি প্রথম দিন শেষে অপরাজিত থাকা রুট। ড্যান লরেন্সকে নিয়ে ১৭৩ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন এই ডানহাতি।  বিশাল জুটি গড়ার পথে রুট তুলে নেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। সেখানেই থামেন নি তিনি দিনশেষে ১৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসটি ১২টি বাউন্ডারিতে সাজানো, কোনো ছক্কা নেই। রুটকে ভালো সঙ্গ দেওয়া লরেন্স বিদায় নেন ব্যক্তিগত ৭৩ রানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন