News71.com
 Sports
 14 Jan 21, 06:37 PM
 454           
 0
 14 Jan 21, 06:37 PM

শীর্ষ আটে জুভেন্টাস॥

শীর্ষ আটে জুভেন্টাস॥

স্পোর্টস ডেস্কঃ কোপা ইতালিয়ান জেনোয়াকে ৩-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে জুভেন্টাস। ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে জুভদের গোলে হার মানে প্রতিপক্ষ। বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে দেয়ান কুলুসেভস্কি ইতালিয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন হামজা রাফিয়া। জেনোয়ার গোল দুটি করেন লেনার্ট সাইবোরা ও ফিলিপ্পো মেলেগোনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন