News71.com
 Sports
 13 Jan 21, 10:35 PM
 403           
 0
 13 Jan 21, 10:35 PM

ক্রিকেট॥ জয়ের জন্য ক্ষুধার্ত দল- ক্যারিবিয়ান কোচের হুঙ্কার

ক্রিকেট॥ জয়ের জন্য ক্ষুধার্ত দল- ক্যারিবিয়ান কোচের হুঙ্কার

স্পোর্টস ডেস্কঃ দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। গত ১০ জানুয়ারি ঢাকায় পা রাখে ক্যারিবিয়ানরা। তবে কোয়ায়ারেন্টাইনের কারণে এখনও অনুশীলনে করতে মাঠে নামতে পারেনি তারা। করোনা আতঙ্কের জন্য প্রথম সারির ১২ জন ক্রিকেটারকে ছাড়াই সফরে এসেছে দলটি। আজ বুধবার আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এমন হুঙ্কার দিয়েছেন ক্যারীবিয়দের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আরও জানিয়েছেন, দলের মূল ক্রিকেটাররা না আসলেও তার দল এমন একটি পরিস্থিতিতে জয়ের জন্য মুখিয়ে আছে। ফিল সিমন্স বলেন, আমরা ওয়ানডে সিরিজ জয়ের উদ্দেশ্যেই ক্যারিবিয়ান ছেড়েছি। আপনারা হয়তো বলছেন, আমাদের পুরো দল নেই। কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত।

তিনি আরও বলেন, যে কোনো সিরিজ খেলার আগে উদ্দেশ্যটা থাকে সিরিজ জয়ের। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে কাজটা সহজ হবে না। তবে প্রথম দায়িত্ব হচ্ছে সিরিজ জয় করা। আগামী ২০ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। আর ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে। এরপর ০৩ ফেব্রুয়ারি চট্টগ্রামেই হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন