স্পোর্টস ডেস্কঃ সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে মঙ্গলবার ব্রিসবেনে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে সোফিটেল নামক পাঁচ তারকা একটি হোটেলে উঠেছে তারা। কোয়ারেন্টিনের কারণে সেই হোটেলে অন্য কোনো অতিথি নেই। যথেষ্ট ভালো মানের হোটেল হলেও যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কোনো সুযোগ-সুবিধা। ফলে সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে নিজেদের কাজ নিজেদেরই করতে হচ্ছে।
এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিজেদের পরিস্থিতি সম্পর্কে বলেন, “আমরা আমাদের ঘরে বন্দি রয়েছি, নিজেদের খাট নিজেদেরই গোছাতে হচ্ছে, নিজেদের টয়লেট নিজেদেরই পরিস্কার করতে হচ্ছে। পার্শ্ববর্তী ভারতীয় রেস্তোরাঁ থেকে আমাদের জন্য খাবার আসছে এবং সেই খাবার আমাদের ফ্লোরে দেওয়া হচ্ছে। আমরা আমাদের জন্য নির্ধারিত ফ্লোর থেকে বেরোতে পারছি না। পুরো হোটেলটাই খালি, কিন্তু আমরা হোটেলের কোনো সেবা নিতে পারছি না। সুইমিং পুল এবং জিম কিছুই ব্যবহার করতে পারছি না। হোটেলের সমস্ত ক্যাফে ও রেস্তোরাঁও বন্ধ রয়েছে।” ভারতকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পুরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট।