News71.com
 Sports
 13 Jan 21, 07:13 PM
 559           
 0
 13 Jan 21, 07:13 PM

ফুটবল॥ পগবার গোলে শীর্ষে ম্যানইউ

ফুটবল॥ পগবার গোলে শীর্ষে ম্যানইউ

স্পোর্টস ডেস্কঃ বার্নলিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।বার্নলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর জোড়ালো আক্রমণ করেও গোল পাচ্ছিলো না ওলে গানার সুলশারের দল। ম্যাচের ৭১তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ফরাসি তারকা পল পগবা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এ জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পল পগবারা। সমানসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন