News71.com
 Sports
 10 Jan 21, 12:53 PM
 432           
 0
 10 Jan 21, 12:53 PM

আই লিগে কলকাতা মোহামেডানের জয়

আই লিগে কলকাতা মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্কঃ ভারতের আই লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে কলকাতা মোহামেডান। আই লিগে নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া । শনিবার কলকাতার যুব ভারতীতে উদ্বোধনী ম্যাচে দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় জামালরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন জামাল ভূঁইয়া, খেলেছেন ৮৭তম মিনিট পর্যন্ত। ম্যাচে দুর্দান্ত কিছু পাস দিয়ে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন