স্পোর্টস ডেস্কঃ বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখের জয়রথ থামিয়ে দিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। শুক্রবার রাতের ম্যাচে ২-৩ গোলের পরাজয়ের স্বাদ পায় মুলার-লেভানদোস্কিরা।
এ পরাজয়ের পরও ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাইপজিগ। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বায়ার লেভারকুজেন।