স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিডনি টেস্টে রাজসিক প্রত্যাবর্তন ঘটল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের। দীর্ঘ ১৪ ম্যাচের খরা কাটিয়ে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন স্মিথ। তবে এই ম্যাচে সেঞ্চুরি করার গর্ব পেয়েছে বাড়তি মাত্রা। ব্যাট হাতে স্মিথের ২৭তম সেঞ্চুরির সময় মাঠে উপস্থিত ছিলেন তার বাবা-মা।
তাই গ্যালারিতে বাবা-মায়ের উপস্থিতিতে সেঞ্চুরি করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন স্মিথ। সেঞ্চুরি করা নিয়ে স্মিথ বলেন, এই সেঞ্চুরিটি আমার কাছে বিশেষ কিছু। সিডনি ক্রিকেট গ্রাউন্ড আমার পছন্দের মাঠ। নিজের হোম গ্রাউন্ড ব্যাট করাটা আমার জন্য সৌভাগ্যের। গ্যালারিতে উপস্থিত ছিলেন আমার মা-বাবা। তাদের সামনে সেঞ্চুরি পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।