News71.com
 Sports
 09 Jan 21, 10:00 AM
 373           
 0
 09 Jan 21, 10:00 AM

মেসির আশা ছেড়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট প্রার্থী!

মেসির আশা ছেড়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট প্রার্থী!

স্পোর্টস ডেস্কঃ সমর্থকদের রোষে আর ক্লাব কর্মকর্তাদের চাপে জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করার পর নির্বাচনী জোয়ার বইছে বার্সেলোনায়। বার্তামেউয়ের পদচ্যুতির জন্য মেসির বার্সা ছাড়ার ঘোষণা দায়ী। যদিও শেষ পর্যন্ত মেসিকে আইনী প্যাঁচে আটকে রেখেছিলেন বার্তামেউ। তবে শৈশবের প্রিয় ক্লাবটির পরিবেশের সঙ্গে মেসি আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না। যে কারণে চলতি মৌসুম শেষে মেসির দলবদল একরকম নিশ্চিত বলেই ধরে নিয়েছে অনেকে।

বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী অগুস্তি বেনেদিতো মেসিকে ধরে রাখার কোনো আশা দেখছেন না। তিনি বলেছেন, 'মেসিকে ধরে রাখাটা ক্লাবের জন্য সেরা খবর হবে। কিন্তু আমি এতে খুব বেশি আশা দেখছি না। মেসি গত সপ্তাহে যে সাক্ষাৎকার দিয়েছে, সেটাতে যদি সে বলত যে তার এই ক্লাবেই থাকার ইচ্ছা, তাহলে আমি খুশি হতাম। কিন্তু সে এটা পরিষ্কার করে বলেননি। আমাদের এখন প্রতীক্ষায় থাকতে হবে এবং দেখতে হবে মেসি কী সিদ্ধান্ত নেয়।'

মেসিকে পেতে একদিকে ম্যাঞ্চেস্টার সিটি অন্যদিকে পিএসজির কাতারী মালিক টাকার বস্তা হাতে বসে আছেন। কিন্তু শৈশবের ক্লাবটির প্রতি মেসির ভালোবাসা এখনো অটুট। তাই মেসি থাকবেন, এটা বিশ্বাস করতে না পারলেও, বেনেদিতোর আশা তার আশঙ্কা ভুল প্রমাণিত হবে, 'ক্লাবের এখন যে অবস্থা, তাতে মেসির বার্সেলোনায় থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সে জানে, সামনের দুই বছর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে সে ২০ বছর ধরে আছে, আমার ধারণা বর্তমান পরিস্থিতি নিয়ে সে একটু অসন্তুষ্ট।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন