News71.com
 Sports
 08 Jan 21, 10:49 AM
 450           
 0
 08 Jan 21, 10:49 AM

বছর শেষে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

বছর শেষে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরে নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আজ সংবাদমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চলতি মাসে মাঠে গড়ানোর কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। তবে এ বছরই বাংলাদেশে বসবে আসরটি।

এ বছরের ডিসেম্বরে বিশ্বকাপটি মাঠে গড়াবে বলে নিশ্চিত করেন নাদেল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, 'আপনারা জানেন যে আমরা আইসিসির আয়োজক হতে যাচ্ছি। যা এ বছরের জানুয়ারিতে হবার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে হয়নি। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন