News71.com
 Sports
 07 Jan 21, 11:19 PM
 484           
 0
 07 Jan 21, 11:19 PM

আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চপূর্ণ এক ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। ফাইনালে অস্কার ব্রুজোনের দলের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জমজমাট এক লড়াই উপহার দেয় দু'দলই। তবে প্রথম গোলের দেখা পায় আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস।

নির্ধারিত সময় শেষে সমতা থেকে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ভাগে দুই দল জালের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে দ্বিতীয় অর্ধে শিরোপাধারীদের এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। এরপর যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়িয়ে দেন জোনাথন দে সিলভেইরা ফার্নান্দেস।

খেলার শুরুতে বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছিল বসুন্ধরা কিংস। এর মধ্যে ১২ মিনিটে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনহোর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে ফেরে। মিনিট পাঁচেক পর আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ দক্ষতায় আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড বেসেরার শট ফিরিয়ে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন