News71.com
 Sports
 07 Jan 21, 06:42 PM
 457           
 0
 07 Jan 21, 06:42 PM

টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস এখন ঢাকায়

টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস এখন ঢাকায়

স্পোর্টস ডেস্কঃ ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিয়োগ পাওয়া নতুন ব্যাটিং কোচ জন লুইস। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই ইংলিশ কোচ। তবে এখনই তিনি কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে পারবেন না। সরকারের নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে যারা আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লুইসের কোয়ারেন্টিন কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, সরকারের অনুমতি নিয়ে দুইবার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন