স্পোর্টস ডেস্কঃ অ্যাতলেতিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়েও যেন ঠিক স্বস্তি পেল না বার্সেলোনা। অথচ লিওনেল মেসির জোড়া গোলের পাশাপাশি পেদ্রির গোল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু ৯০ মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে আচমকা গোল হজম কাতালান জায়ান্টদের অহমে আঘাত দেওয়ার মতো যথেষ্ট। যা দেখে ভাষ্যকার থেকে শুরু করে মেসি পর্যন্ত সবাই রীতিমত অবাক।
বুধবার (৬ জানুয়ারি) দিনগত রাতে খেলা শুরুর তৃতীয় মিনিটেই বার্সার ডিফেন্সকে লজ্জায় ডুবিয়ে গোল আদায় করে নেয় বিলবাও। রাউল গার্সিয়ার থ্রো-বল ধরে বার্সার বিখ্যাত ডিফেন্সকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন ইনাকি উইলিয়ামস। বিলবাও ফরোয়ার্ড এরপর বার্সা ডিফেন্ডার লেংলেকে আলতো ছোঁয়ায় পেছনে ফেলে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগানকে পরাস্ত করেন।
গোল হজমের যন্ত্রণা অবশ্য দীর্ঘ হয়নি বার্সার। ১৪তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের উঁচু ক্রস দূরের পোস্টে যাওয়ার পথে ছয় গজের বক্সে থাকা মিডফিল্ডার পেদ্রি সেটা জালে জড়িয়ে দেন। এরপর বিরতির মিনিট সাতেক আগে ১৫ গজ দূর থেকে নেওয়া পেদ্রির দুর্দান্ত ব্যাকহিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি।