News71.com
 Sports
 06 Jan 21, 07:51 PM
 471           
 0
 06 Jan 21, 07:51 PM

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশের অবস্থান!

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশের অবস্থান!

 

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। তবে আইসিসির নতুন র‍্যাংকিংয়ে মাঠের বাইরে থেকেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। সবশেষ টেস্ট র‍্যাংকিংয়ে সবার নিচে নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের দশ নম্বরে নামিয়ে এক ধাপ ওপরে উঠে গেছে আফগানিস্তান ক্রিকেট দল।

 

করোনাভাইরাসের কারণে গত মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে টাইগাররা। লকডাউনের পর প্রায় সব দল মাঠে ফিরলেও, বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর (৬ জানুয়ারি) হালনাগাদকৃত আইসিসি টেস্ট র‍্যাংকিং অনুযায়ী, ৫৭ রেটিং নিয়ে ৯ নম্বরে আফগানিস্তান এবং ৫৫ রেটিং নিয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

 

আইসিসির ঘোষিত এ র‍্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান করছে নিউজিল্যান্ড। আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানের বিপক্ষে ২-০তে সিরিজ জেতার সুবাদে শীর্ষস্থান পেয়েছে তারা। সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। তারা দুইয়ে নামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। তাদের পয়েন্ট ৩০২৮ ও ১১৬ রেটিং। এছাড়া ১০০'র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুইটি দেশের। যথাক্রমে ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন