News71.com
 Sports
 06 Jan 21, 12:10 PM
 526           
 0
 06 Jan 21, 12:10 PM

ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি না হারলেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠবে নিউজিল্যান্ড ক্রিকেট দল এ কথা আগেই জানা ছিল। কিউইদের হারানো দূরে থাক, ড্রও করতে পারেনি পাকিস্তান। হেরেছে ইনিংস এবং ১৭৬ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কিউইরা।

 

ক্রাইস্টচার্চে ম্যাচের চতুর্থ দিনে কিউইদের আরো একবার ব্যাটিংয়ে পাঠাতে পাকিস্তানকে করতে হতো ৩৫৪ রান। কিন্তু ফলোঅন করতে নামা সফরকারীদের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৮৬ রানেই। আগের দিন ফলোঅন করতে নেমে দিনশেষে ৮ রান তুলতেই ১ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর চতুর্থ দিনেও কিউই বোলারদের দাপটের সামনে টিকতেও পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৭ রান করে এসেছে আজহার আলী এবং জাফর গোহরের ব্যাট থেকে।

 

বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন কিউই পেসার কাইল জেমিয়েসন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৮ রান খরচে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৩ উইকেট গেছে ট্রেন্ট বোল্টের দখলে। বাকি উইকেটটি নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন