News71.com
 Sports
 05 Jan 21, 10:07 PM
 471           
 0
 05 Jan 21, 10:07 PM

ক্রিকেটের মহারাজ সৌরভ এখন পুরোপুরি ফিটঃ দেবী শেঠী

ক্রিকেটের মহারাজ সৌরভ এখন পুরোপুরি ফিটঃ দেবী শেঠী

স্পোর্টস ডেস্কঃ সবাইকে মহা দুশ্চিন্তায় ফেলে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। প্রিয় 'দাদা'র চিকিৎসার জন্য দেশ-বিদেশের ডাক্তাররা হুমড়ি খেয়ে পড়েন। কলকাতায় ডেকে আনা হয় ভুবনবিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীকে। আজ মঙ্গলবার বিমানে করে কলকাতায় এসে সৌরভকে পরীক্ষা করে তিনি ইতিবাচক কথাই বলেছেন। দেবী শেঠীর মতে, সৌরভ এখন পুরোপুরি ফিট। চাইলে ক্রিকেট খেলতে পারবে, ম্যারাথনে দৌঁড়তেও পারবে।

সৌরভের চিকিৎসায় ১০ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হৃ্‌দরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছান। হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলার পর তিনি সৌরভের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খুঁটিনাটি নিয়ে মেডিক্যাল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে বৈঠক করেন। দেবী শেঠীর কথায়, 'সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই। কিছুদিন পর ম্যারাথনও দৌঁড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনো সমস্যা হবে না।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন