News71.com
 Sports
 05 Jan 21, 11:33 AM
 465           
 0
 05 Jan 21, 11:33 AM

ফুটবল ॥ সাউদাম্পটনের কাছে ১-০ গোলে লিভারপুলের হার

ফুটবল ॥ সাউদাম্পটনের কাছে ১-০ গোলে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্কঃ সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে থাকা লিভারপুল। নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সাউদাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের পাস থেকে রেফারির প্রথম বাঁশি বাজানোর দ্বিতীয় মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে দেন ড্যানি ইঙ্গস। এরপর সমতায় ফিরতে চেষ্টা করলেও সাউদাম্পটনের জাল খুঁজে পাননি মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোরা। শেষ পর্যন্ত চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হার মেনে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

হারলেও তালিকার শীর্ষে আছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৩। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের সামনে এখন মৌসুমে প্রথমবার শীর্ষে ওঠার সুযোগ। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। আর টানা পাঁচ ম্যাচ পর জয় নিয়ে এভারটনকে টপকে সাউদাম্পটন ষষ্ঠ স্থানে ওঠে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন