News71.com
 Sports
 04 Jan 21, 10:52 PM
 492           
 0
 04 Jan 21, 10:52 PM

তরুণদের সুযোগ করে দিতেই মাশরাফিকে বাদ

তরুণদের সুযোগ করে দিতেই মাশরাফিকে বাদ

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার ঘোষিত এই দলে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল।

প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। এদিকে মাশরাফির বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন নির্বাচকরা। তারা জানালেন, এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল তাদের জন্য। তরুণদের সুযোগ করে দিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, মাশরাফির প্রতি আমাদের সম্মান আছে এবং সে আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন