স্পোর্টস ডেস্কঃ নতুন বছরে দুর্দান্ত শুরু করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগা ম্যাচে মাইন্সের বিপক্ষে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থাকলেও ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে বল দখলে বায়ার্ন এগিয়ে থাকলেও বায়ার্নের ডিফেন্সের দুর্বলতায় প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাইন্স। ৩২তম মিনিটে ইয়োনাটান বুর্কাড ও ৪৪তম মিনিটে আলেক্সান্ডার হাক গোল করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫০তম মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন কিমিচ। আর ৫৬তম মিনিটে ম্যাচে সমতা আনেন সানে। ম্যাচের ৭০তম মিনিটে গোল করে বায়ার্নকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন নিকলাস সুলে। এরপর ম্যাচের ৭৬ ও ৮৩তম মিনিটে গোল করে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন ২০২০ এর বর্ষসেরা খেলোয়াড় লেভানদোস্কি। এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল বায়ার্ন। দুইয়ে নেমে যাওয়া লাইপজিগের পয়েন্ট ৩১।২৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লেভারকুজেন।