স্পোর্টস ডেস্কঃ চিকিৎসকরা আগেই জানিয়েছেন, প্রাথমিক উদ্বেগ কাটিয়ে আপাতত ভালো আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রাতে ভালো ঘুম হয়েছে তার। গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। এবার ভারতীয় সংবাদমাধ্যম 'জি নিউজ' জানিয়েছে, সৌরভের চিকিৎসার তত্ত্বাবধান করতে সোমবার (৪ জানুয়ারি) কলকাতায় আসছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী। অবশ্য তিনি এবং তার দল আগেই জানিয়েছেন, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই।
শনিবার (২ জানুয়ারি) বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। তারপর তিনি ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠছেন। তবে হার্টে ৯০ ভাগ ব্লকেজ থাকায় আরও দুটো স্টেন্ট বসতে পারে বলে জানানো হয়েছে। তবে তা নিয়ে সোমবার (৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আট সদস্যের মেডিক্যাল বোর্ড। আর এই সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন দেবী শেঠী। এর আগে শনিবার সৌরভের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। রাতে জ্বরও আসেনি সৌরভের।