News71.com
 Sports
 03 Jan 21, 10:12 PM
 641           
 0
 03 Jan 21, 10:12 PM

আর্জেন্টাইন গুরু পেলেন নেইমার-এমবাপ্পেরা

আর্জেন্টাইন গুরু পেলেন নেইমার-এমবাপ্পেরা

স্পোর্টস ডেস্কঃ টমাস টুখেলের উত্তরসূরি বেছে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার মাওরিসিও পচেত্তিনো। শনিবার ক্লাবের ওয়েবসাইটে নতুন কোচ হিসেবে ৪৮ বছর বয়সী পচেত্তিনোর নাম নিশ্চিত করে পিএসজি। পচেত্তিনোকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

এর আগে গত ২৪ ডিসেম্বর টুখেলের সঙ্গে পিএসজি চুক্তি বাতিলের খবর আসে গণমাধ্যমে। ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন পচেত্তিনো। গত বছরের নভেম্বরে টটেনহ্যাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর মাঝের সময়ে কোচিংয়ের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন