স্পোর্টস ডেস্কঃ সদ্যই ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। সিরিজের পরবর্তী দুই টেস্টের জন্য তাকে সহ অধিনায়ক হিসেবেও নির্বাচিত করা হয়েছে। কিন্তু এর মাঝেই গণ্ডগোল। নিউ ইয়ার উদযাপন করতে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মাসহ ৫ ক্রিকেটার। এক ভারতীয় ব্যক্তি সেই মুহূর্তের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বাঁধে বিপত্তি। সেই ভিডিও দেখে রোহিতদের আইসোলেশনে যেতে বাধ্য করেছে অজি বোর্ড। নবলদ্বীপ সিং নামের এক ভারতীয় ক্রিকেটপ্রেমীই রোহিতদের এই বিপদে ফেলেছেন। রোহিতরা যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, সেখানে নবলদ্বীপ উপস্থিত ছিলেন। সামনে ভারতীয় পাঁচ ক্রিকেটারকে দেখে ভিডিও করে সেটা টুইটারে ছড়িয়ে দেন। এরপর পাঁচ ক্রিকেটারের খাওয়ার বিলও নাকি তিনি পরিশোধ করেন। আজ শনিবার রাতে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বিসিসিআই ও সিএ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ভেবে দেখছে, এভাবে ঘুরতে যাওয়ায় জৈব নিরাপত্তা বলয় ভাঙা হয়েছে কিনা। আপাতত অস্ট্রেলিয়া ও ভারতের চিকিৎসক দলের পরামর্শে সতর্কতা হিসেবে এই খেলোয়াড়দের আইসোলেশনে পাঠানো হয়েছে। এর ফলে ভারত ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভ্রমণ ও অনুশীলন মাঠে যাওয়ার ক্ষেত্রেও তাদের আলাদা রাখা হবে। তবে নিয়ম মেনেই তাদের অনুশীলন করতে দেওয়া হবে।