News71.com
 Sports
 02 Jan 21, 07:58 PM
 457           
 0
 02 Jan 21, 07:58 PM

ক্রিকেট॥ আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ডেল স্টেইন

ক্রিকেট॥ আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ডেল স্টেইন

স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ডেল স্টেইন। এক টুইটবার্তায় তিনি জানান ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান। তবে এসময় আইপিএলের অন্য কোনো দলের হয়েও তিনি খেলবেন না। নিজের টুইটার অ্যাকাউন্টে স্টেইন লিখেন একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই,  এবছর আইপিএলে আমি থাকছি না।

 

এমনকি অন্য কোনো দলের হয়ে খেলার পরিকল্পনাও আমি করছি না। এসময় আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এ ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ধন্যবাদ। না আমি অবসরে যাচ্ছি না। তবে আরেকটি টুইটে স্টেইন নিশ্চিত করেন তিনি অন্য লিগে খেলবেন। তিনি লিখেন আমি অন্য লিগগুলোতে খেলবো। আমি অবসরে যাচ্ছি না। ২০২১ দুর্দান্ত কাটবে বলে আশাকরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন