News71.com
 Sports
 01 Jan 21, 06:51 PM
 456           
 0
 01 Jan 21, 06:51 PM

সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে বিরাট কোহলি॥

সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে বিরাট কোহলি॥

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজ ছেড়ে আগেই দেশে ফিরেছেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। দেশে ফিরেই স্ত্রীর দেখভাল করছেন, নিয়মিত চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন। এরই মধ্যে গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে স্ত্রী আনুশকাকে নিয়ে যান কোহলি নিজেই। এক ভিডিওতে দেখা যায়, খুব স্বাভাবিকভাবেই আনুশকা গাড়ি থেকে নেমে হাসপাতালে প্রবেশ করছেন। এদিন চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন আনুশকা কোহিলি। এদিকে নতুন বছরের জানুয়ারিতেই প্রথম সন্তানের প্রত্যাশা করছেন বিরাট-আনুশকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভোগ ম্যাগাজিনের কাভার পোস্ট করেন আনুশকা শর্মা। ভোগকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, করোনা মহামারির লকডাউন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কোহলি আমাকে সঙ্গ দিয়েছেন। চিকিৎসকের কাছে আমরা একসঙ্গে গেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন