News71.com
 Sports
 01 Jan 21, 10:59 AM
 440           
 0
 01 Jan 21, 10:59 AM

বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল ক্রিকইনফো॥

বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল ক্রিকইনফো॥

স্পোর্টস ডেস্কঃ ২০২০ সালের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক শীর্ষ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। একাদশের অধিনায়ক করা হয়েছে অজি দলপতি অ্যারন ফিঞ্চকে। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের লোকেশ রাহুল। এছাড়া ফিঞ্চের সঙ্গে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল ও রবিন্দ্র জাদেজা। এছাড়া চার স্পেশালিস্ট বোলার হলেন জোফরা আর্চার, আইজারি জোসেফ, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

এক নজরে ক্রিনইনফোর ওয়ানডে একাদশ: ১) অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ২) ডেভিড ওয়ার্নার, ৩) বিরাট কোহলি , ৪) স্টিভেন স্মিথ, ৫) লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ৬) গ্ল্যান ম্যাক্সওয়েল, ৭) রবিন্দ্র জাদেজা, ৮) জোফরা আর্চার, ৯) আইজারি জোসেফ, ১০) অ্যাডাম জাম্পা
১১) জশ হ্যাজেলউড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন