News71.com
 Sports
 01 Jan 21, 10:55 AM
 451           
 0
 01 Jan 21, 10:55 AM

আইসিসি'র টেস্ট র‍্যাংকিং এ নিউজিল্যান্ডের শীর্ষস্থান দখলের হাতছানি॥

আইসিসি'র টেস্ট র‍্যাংকিং এ নিউজিল্যান্ডের শীর্ষস্থান দখলের হাতছানি॥

স্পোর্টস ডেস্কঃ ম্যাচ জিততে পঞ্চম তথা অন্তিমদিন প্রয়োজন ছিল! ২৭ বল বাকি থাকতে সেই কার্যসিদ্ধি করে পাকিস্তানের বিরুদ্ধে বে ওভালে টেস্ট নিজেদের নামে করে নিল নিউজিল্যান্ড। ১০১ রানে জিতে দু’ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। অধিনায়ক কেন উইলিয়ামসের শতরানে ভর করে বে ওভালে প্রথম ইনিংসে ৪৩১ রান তোলে নিউজিল্যান্ড।

জবাবে জেমিসন-সাউদিদের দাপটে পাকিস্তানকে ২৩৯ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৯২ রানের বড় লিড নেয় উইলিয়ামসন অ্যান্ড কোং। এরপর দ্বিতীয় ইনিংসে অতিথি দেশকে আরও ১৮০ রানের বোঝা চাপিয়ে দেয় কিউয়িরা। ম্যাচ জয়ের জন্য চতুর্থদিন ৩৭৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু শূন্য রানে দুই ওপেনারকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় পাক দল। এরপর দলীয় ৩৭ রানের মাথায় ফিরে যান হ্যারিস সোহেল। ৭১ রানে ৩ উইকেট খুঁইয়ে চতুর্থদিনের খেলা শেষ করে পাকিস্তান।

হ্যাগলে ওভালে ৩ জানুয়ারি থেকে শুরু নিউ ইয়ার টেস্ট। ওই টেস্ট ড্র রেখে সিরিজ জিততে পারলেই আইসিসি র‍্যাংকিং’য়ে শীর্ষস্থান দখল করবে কিউয়িরা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে চলতি অস্ট্রেলিয়া-ভারত সিরিজে যে দল জিতবে, তাদের কাছে সুযোগ থাকছে কিউয়িদের ফের টপকে যাওয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন