News71.com
 Sports
 31 Dec 20, 08:51 PM
 427           
 0
 31 Dec 20, 08:51 PM

ফুটবল॥ করোনামুক্ত হয়ে অনুশীলনে ফিরল ম্যানচেস্টার সিটি

ফুটবল॥ করোনামুক্ত হয়ে অনুশীলনে ফিরল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্কঃ করোনা সংক্রমণ কাটিয়ে বুধবার অনুশীলনে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নতুন করে পরীক্ষায় করোনা পজিটিভ কেস না পাওয়ায় অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ জায়ান্টরা। অনুশীলনে নামার আগে সিটি কর্তৃপক্ষ নিজেদের প্রথম একাদশের সদস্য ও তাদের সঙ্গে সম্পৃক্ত কোচিং স্টাফদের মধ্যে পুনরায় করোনা পরীক্ষা করায়।

এর আগে বড় দিনে দুই ফুটবলার গাব্রিয়েল জেসুস ও কেইল ওয়াকার এবং তাদের দুই স্টাফের দেহে করোনা ধরা পড়েছিল। সোমবার গুডিসন পার্কের খেলার জন্য দেয়া নমুনা পরীক্ষায় আরো তিনজনের রিপোর্ট পজিটিভ আসে।সপ্তাহের শেষ দিকে ফের করোনা পরীক্ষা করানো হবে সিটি ফুটবলারদের। এর ফলাফলে ভিত্তিতেই সিদ্ধান্ত হবে রবিবার প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে চেলসি ও আগামী ৬ জানুয়ারি লিগ কাপের সেমিাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটিজেনদের খেলার বিষয়টি। অনুশীলনে নামার আগে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, 'ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে যে আজ বিকেলে ফুটবল একাডেমিতে অনুশীলনে নামতে যাচ্ছে প্রথম দলটি। গতকাল মঙ্গলবার পুরো দলের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদেরকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। এর ফলে নতুন করে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন