স্পোর্টস ডেস্কঃ মুশফিক-তামিমদের ব্যাটিং কোচ পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ পেতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। তবে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ এখন পাচ্ছে না জাতীয় দল। আপাতত ক্যারীবিয়দের বিপক্ষে এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের জন্য কোচ নিয়োগের সম্ভবনাই বেশি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। শোনা যাচ্ছে, বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জন লুইস। আগামী ১০ জানুয়ারির আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে। গত ২১ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। এরপর নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। তবে বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ান তিনিও।