স্পোর্টস ডেস্কঃ দেশে করোনার ভ্যাক্সিনেশন শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে ফুটবলারদের জন্য ব্যবস্থা করা হবে। জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। একই সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহন নিয়ে পাকিস্তান কোন রাজনীতি করবে না বলে আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি। করোনা কালে স্থবির হয়ে পড়েছিলো ক্রীড়াঙ্গন। সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে আবারো শুরু হয়েছে খেলা, কিন্তু আতঙ্ক পিছু ছাড়েনি এখনো। পরিস্থিতি স্বাভাবিক করতে অ্যাথলিটদের ভ্যাক্সিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত নীতি নির্ধারকদের। যেখানে এবার আগ্রাধিকার পাচ্ছে ফুটবলাররা। এখন পর্যন্ত তিন কোটি ডোজ করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। নতুন বছরের মার্চে চিকিৎসকসহ ফ্রন্টলাইনারদের মাঝে শুরু হবে প্রয়োগ। সে তালিকায় ফুটবলার এবং ফুটবল সংশ্লিষ্ট সকলকে আনার চেষ্টা করছে বাফুফে।