স্পোর্টস ডেস্কঃ দলের একের পর এক ফুটবলার করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ায় অবশেষে ম্যাচ থেকেই সরে আসতে হলো ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচটি স্থগিত করা হয়েছে। সোমবার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে এর কয়েক ঘণ্টা আগে ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। এর আগে গত শুক্রবার ম্যানসিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকার ও দুজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানানো হয়। কিন্তু পরবর্তীতে আরও কয়েকজনের করোনা শনাক্তের খবর বলা হয়।