News71.com
 Sports
 28 Dec 20, 09:56 PM
 453           
 0
 28 Dec 20, 09:56 PM

আইসিসির দশকসেরা নারী ক্রিকেটার এলিসা পেরি

আইসিসির দশকসেরা নারী ক্রিকেটার এলিসা পেরি

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এলিসা পেরি। এই অজি অল-রাউন্ডার এবার আইসিসির দশকসেরা নারী ক্রিকেটারের পুরস্কার 'র‌্যাচেল হেইহাউ-ফ্লিন্ট অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন। পাশাপাশি তিনি দশকসেরা ওয়ানডে ও দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

পেরি ৬ টেস্টে ১১৪.৬০ গড়ে দুই সেঞ্চুরিতে করেছেন ৫৭৩ রান। ক্যারিয়ার সেরা অপরাজিত ২১৩ রান। বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। ৭৩ ওয়ানডেতে ৬৮.৯৭ গড়ে ২ সেঞ্চুরিসহ তার রান ২ হাজার ৬২১। ২বার ৫ উইকেটসহ মোট শিকার ৯৮টি। আর ১০০ টি-টোয়েন্টি ম্যাচে চার ফিফটিতে করেছেন ১ হাজার ১৫৫ রান। উইকেট নিয়েছেন ৮৯টি। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পাশাপাশি  ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও উঠেছে তার হাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন