News71.com
 Sports
 28 Dec 20, 09:56 PM
 417           
 0
 28 Dec 20, 09:56 PM

রোনালদোর খেলা দেখে মুগ্ধ মেসি!

রোনালদোর খেলা দেখে মুগ্ধ মেসি!

 

স্পোর্টস ডেস্কঃ গত এক যুগ ধরে ফুটবলবিশ্বে রাজত্ব করে আসছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ষসেরার পুরস্কার মেসি জিতেছেন ৬ বার আর রোনালদো ৫ বার। মাঠের ভেতর একে অন্যের চিরশত্রু। মাঠের বাইরেও যে তারা শত্রু না হলেও বন্ধু নন, তা সবাই জানে। তাদের নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তর্কে মাতেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর খেলা দেখে মুগ্ধ না হয়ে পারেন না বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

 

বড়দিন উপলক্ষে স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাতকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, কাদের খেলা দেখে তিনি মুগ্ধ হন। মেসির তালিকায় নাদাল-ফেদেরারের পাশাপাশি রোনালদোও আছেন। মেসি বলেন, 'রাফায়েল নাদাল, ফেদেরার, লেব্রন জেমস… প্রতিটা খেলায় একজন না একজন খেলোয়াড় আছে যিনি সেরা এবং প্রশংসনীয়। ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি সেইসব অ্যাথলেটে মুগ্ধ যারা নিজেদের উজার করে দেয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন