News71.com
 Sports
 28 Dec 20, 08:32 PM
 444           
 0
 28 Dec 20, 08:32 PM

শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট সিরিজের সম্ভাবনা

শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট সিরিজের সম্ভাবনা

স্পোর্টস ডেস্কঃ করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ছিল বাংলাদেশের। তবে কোয়ারেন্টিন আইন সংক্রান্ত জটিলতায় বিসিবি এই সিরিজ খেলবে না বলে ঘোষণা করে। আসলে সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। করোনার কারণে তা পিছিয়ে সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়। কিন্তু কোয়ারেন্টিন নিয়ে দুই দেশ সমঝোতায় আসতে না পারায় আবারও তা পিছিয়ে যায়। এবার সিরিজটি পুনরায় মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

 

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে এই হোম সিরিজটি আয়োজন করতে লঙ্কান বোর্ড খুব আগ্রহী। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ সোমবার সাংবাদিকদের বলেন, 'শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। মূলত প্রস্তাবটি ওদের থেকে এসেছে। আগেরবার আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু সিরিজটা হয়নি। এরপর আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে, সে অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয়, আমাদের সূচিতে ওই জায়গাটা যদি পাওয়া যায়, সেভাবেই আমরা কাজ করে নেব।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন