News71.com
 Sports
 28 Dec 20, 06:46 PM
 453           
 0
 28 Dec 20, 06:46 PM

দশকসেরা পুরুষ ক্রিকেটার বিরাট কোহলি

দশকসেরা পুরুষ ক্রিকেটার বিরাট কোহলি

 

স্পোর্টস ডেস্কঃ আইসিসির দশক সেরার তালিকায় ভারতেরই জয়জয়কার। সবচেয়ে বেশি ভারতের ক্রিকেটারদের নাম দেখা যাচ্ছে তিন ফরম্যাটে। দশকের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি জিতেছেন স্যর গারফিল্ড সোবার্স পুরস্কার। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে আইসিসির দশক সেরা ক্রিকেটারের পুরস্কারও ঢুকছে তার ক্যাবিনেটে। অন্যদিকে দশকের সেরা 'স্পিরিট অফ দ্য ক্রিকেট' পুরস্কার জিতে নিয়েছেন সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি।

 

সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহলির সঙ্গে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও ছিলেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো তারকারা। কিন্তু শেষ হাসি হেসেছেন কোহলি। পুরস্কার জেতার পর কোহলি বলেছেন, 'আমার সব সময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটাই করার চেষ্টা করি।'

 

গত এক দশকে কোহলি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন। ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে রয়েছে ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের দুর্দান্ত ইনিংস, ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রান তাড়া করতে নেমে ৫২ বলে সেঞ্চুরি ইত্যাদি। পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে এই দশকে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। ৩৯টি সেঞ্চুরি এবং ৪৮টি হাফ-সেঞ্চুরি আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন