স্পোর্টস ডেস্কঃ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩১ রানের লিড নিয়েছে ভারত। টেস্টের তৃতীয় দিনে ৩২৬ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৫ রান করেছিল। ৫ উইকেটে ২৭৭ রানে দিনের খেলা শুরু করা ভারত আজ ৪৯ রান যোগ করতে পেরেছে। অজিদের পক্ষে মিচেল স্টার্ক ন্যাথান লায়ন ৩টি করে উইকেট লাভ করেছেন। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।