News71.com
 Sports
 27 Dec 20, 06:33 PM
 451           
 0
 27 Dec 20, 06:33 PM

সাকিব এবার আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে

সাকিব এবার আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে

স্পোর্টস ডেস্কঃ মাঝেমধ্যেই দশক সেরা একাদশ গঠনে মেতে ওঠেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইসিসি পর্যন্ত। আর দশক সেরা দল গঠন হলে তাতে সাকিবের নাম থাকবে না- এমন হতেই পারে না। আজ তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা আলাদাভাবে তিনটি দশকসেরা একাদশ নির্বাচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে একটিমাত্র একাদশে নাম আছে বিশ্বসেরা অল-রাউন্ডারের।

 

বাংলাদেশের এই পোস্টারবয় আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে আছেন। তবে টেস্ট ও টি-টোয়েন্টির দশকসেরা একাদশে অবশ্য জায়গা পাননি। আজ মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টির দশকের সেরা দলও দিয়েছে আইসিসি। ছেলে-মেয়ে মিলিয়ে পাঁচটি দলের ৫৫টি নামের মাঝে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। টেস্ট দলের নেতৃত্বে আছেন বিরাট কোহলি আর ওয়ানডে-টি-টোয়েন্টির নেতা মহেন্দ্র সিং ধোনি।

 

দশক সেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি-অধিনায়ক-উইকেটকিপার (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন